সিলেটে জাকির জানাজায় কাঁদলেন শরিফুল-মুশফিকরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

বিপিএলে দ্বিতীয় দিন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মাঠে হার্ট অ্যাটাক করেন। পরে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। ঢাকার ম্যাচ শুরু হওয়ার মাত্র মিনিট বিশেক আগে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। তার মৃত্যুতে শোক নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে।

কোচের মৃত্যু শোক নিয়েও রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। পরে অধিনায়ক মোহাম্মদ মিঠুন জয় উৎসর্গ করেন প্রয়াত কোচকে।

ম্যাচ শেষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। সেই জানাজায় অংশ নেন বিসিবি সভাপতি ও উর্ধ্বতন কর্মকর্তারা। মাহবুব আলী জাকির সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

শেষবারের মতো দেশ বরেণ্য এই কোচকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন পেসার শরিফুল ইসলাম ও মুশফিকুর রহিম। শোকে পাথর হয়ে প্রিয় সহকর্মীর মরদেহের দিকে তাকিয়ে ছিলেন তালহা জুবায়ের, হান্নান সরকার, খালেদ মাহমুদ সুজন ও রাজিন সালেহরা।

জানাজার পূর্বে দেওয়া বক্তব্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কোচ জাকির জন্য প্রাণ খুলে দোয়া করতে বলেছেন।

২০২০ বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলের সদস্য ছিলেন জাকি। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে তিনিই কাজ করেন তাসকিনকে নিয়ে। ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তাজারও মেন্টর।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।