শাহরুখের বিশ্বাস, আইপিএল হবে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ এএম, ১৫ মার্চ ২০২০

মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নানা পদক্ষেপ নিচ্ছে ভারত। যার মধ্যে অন্যতম আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সবধরনের খেলা বাতিল করে দেয়ার সিদ্ধান্ত। দেশে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনাকে ‘অবহিত বিপর্যয়’ ঘোষণা করেছে ভারত সরকার।

এ অবস্থায় অনিশ্চয়তার মুখে পড়েছে ভারতের জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এরই মধ্যে ১৭ দিন পিছিয়ে আগামী ১৫ এপ্রিল নিয়ে যাওয়া হয়েছে এবারের আইপিএল।

ধারণা করা হচ্ছে, বর্তমান পরিস্থিতির উন্নতি না ঘটলে এ বছরের আইপিএল বাতিলও হতে পারে। আবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, সময়ে কুলিয়ে উঠতে না পারলে কাটছাঁট করেই হবে এবারের আইপিএল।

টুর্নামেন্টের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্সের মালিক, বলিউডের হার্টথ্রব শাহরুখ খানের বিশ্বাস বর্তমানের অচলাবস্থা কেটে শিগগিরই এবং পুরোদমেই হবে আইপিএলের ১৩তম আসর। শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে এ আশাবাদ ব্যক্ত করেন শাহরুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘মাঠের বাইরে সব ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে দেখা করে দারুণ সময় কাটল। বিসিসিআই এবং আইপিএলের ডাকে হওয়া বৈঠকে আমাদের সবার অবস্থান জানতে চাওয়া হয়েছিল। অবশ্যই খেলোয়াড়, দর্শক এবং টিম ম্যানেজমেন্টের নিরাপত্তাই সবার আগে। সরকার এবং স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলতে হবে।’

তিনি আরও লিখেন, ‘আশা করছি এই ভাইরাসের বিস্তার কমে যাবে এবং আইপিএল ঠিকভাবে অনুষ্ঠিত হবে। বিসিসিআই এবং সব দলের মালিকরা সরকারের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেবে। পুরো পরিস্থিতি সার্বিক বিবেচনা করেই যেকোনো কিছু ঠিক করা হবে। সবার সঙ্গে দেখা হয়ে বেশ লাগল, বারবার স্যানিটাইজারও ব্যবহার করলাম আমরা।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।