আফ্রিদির তহবিলে দান করে তোপের মুখে যুবরাজ
দুই দেশের মধ্যে সম্প্রীতির আশায়ই হয়তো পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদির ফাউন্ডেশনে দান করেছিলেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। একইসঙ্গে ভারতীয়দের আহ্বান জানিয়েছিলেন, আফ্রিদির ফাউন্ডেশনে সাহায্য করতে।
কিন্তু এটি করতে গিয়ে এখন ভারতীয় সমর্থকদের তোপের মুখে পড়েছেন যুবরাজ। সবার কথা একটাই, নিজ দেশের মানুষ যখন চরম বিপে, তখন যুবরাজ কেন পাকিস্তানের জন্য সাহায্যের আবেদন করছেন? তা না করে বরং ভারতীয়দের পাশে দাঁড়ানো উচিৎ যুবরাজের- এমনটাই দাবী সকলের।
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে ‘নটআউট মিশন’ নিয়ে অসহায়-দুস্থদের সাহায্যে এগিয়ে এসেছে শহিদ আফ্রিদি ফাউন্ডেশন। যুবরাজও তাই আফ্রিদির এই মহৎ উদ্যোগের জন্য ফান্ড কালেকশনের কথাই ভেবেছিলেন। কিন্তু দুই দেশের মানুষদের মধ্যে যে সম্প্রীতির চেয়ে বৈরিতাই বেশি- তা মাথা রাখেননি ভারতীয় অলরাউন্ডার।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভিডিওবার্তা দিয়ে যুবরাজ লিখেছেন, ‘এখন খুবই কঠিন পরীক্ষার সময়। এখন সবার একসঙ্গে কাজ করা উচিৎ, বিশেষ করে যারা দুর্ভাগা রয়েছেন, তাদের পাশে দাঁড়ানো উচিৎ। চলুন আমরা এগিয়ে আসি। কোভিড-১৯ মোকাবিলায় শহিদ আফ্রিদি ফাউন্ডেশনের মহৎ উদ্যোগে আমি সমর্থন জানাচ্ছি। আমরাও দয়া করে দান করুন।’
যুবরাজের এই আহ্বানে সাড়া দেয়ার বদলে উল্টো তার মুন্ডুপাতই করেছে ভারতের সমর্থকরা। শ্রুতি টেন্ডন নামে যুবরাজের এক অনুসারী লিখেছেন, ‘যুবরাজ সিং মনে হয় মদ পান করেছে। আমাদের প্রধানমন্ত্রীর তহবিলে দান করতে বলা হয়েছিল। আর এই জনাব পাকিস্তানকে দান করছে। খুবই হতাশাজনক। এর যথাযথ ব্যাখ্যা চাই। তুমি একজন ভক্ত হারালে।’
দ্বিপক গোধান নামক আরেক অনুসারী সরাসরি অর্থপাচারের অভিযোগ তুলেছেন যুবরাজের বিরুদ্ধে। তার মতে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে ভারতীয়দের টাকা সংগ্রহ করে, সেগুলো পাকিস্তানে দিয়ে দেন যুবরাজ।
খুবই রাগী ভাষায় দ্বিপক লিখেছেন, ‘নিজের ফাউন্ডেশনের মাধ্যমে ভারতীয়দের টাকা নিয়ে সেগুলো পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে যুবরাজ। অথচ এই পাকিস্তান তাদের দেশের হিন্দুদের সাহায্য করবে না জানিয়ে দিয়েছে। জাতীয় স্বার্থের বিরোধিতা করা ক্রিকেটার তুমি। নিপাত যাক এমন ক্রিকেটাররা।’
এমন আরও অনেক অনেক ঘৃণায় পরিপূর্ণ মন্তব্যে ছেয়ে গেছে যুবরাজের ভিডিওবার্তা। যেখানে রীতিমতো দেশদ্রোহী উপাধি দেয়া হচ্ছে বিশ্বকাপজয়ী এ অলরাউন্ডারকে। তবে যুবরাজ কোনটারই প্রতি উত্তরে কিছু বলেননি।
এসএএস/জেআইএম