সাকলাইন মুশতাক কেন নারীর সাজে?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৭ এপ্রিল ২০২০

এটা কে? প্রথম পলকে অনেকে হয়তো চিনতেই পারবেন না। গোলাপি লম্বা চুল, সঙ্গে গোলাপি লিপস্টিক, চোখে রয়েছে আই-লাইনার এবং নীল আই শ্যাডো। একেবারে সুন্দরী এক নারীর সাজে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক।

ভাগ্যিস, মুখে দাঁড়িগুলো ছিল। না হলে তো বোঝার উপায়ই ছিল না এটা একজন পুরুষের সাজ। কিন্তু এত বড় কিংবদন্তি ক্রিকেটার এমন সাজে? কেন লোক হাসাচ্ছেন?

আসল ঘটনা অন্য। সাকলাইনের এই মেকআপ আর্টিস্ট তারই ছোট্ট মেয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা ভিডিওতে সাকলাইন জানান, তার মেয়ে কয়েক বছর আগেও এমন মেকাপ করে দিয়েছিল। সেটা তিনি সবার সঙ্গে শেয়ার করেছেন। এবার কোয়ারেন্টাইনের সময়টায় জোর করেই বাবাকে আবারও নারী সাজিয়েছে সে।

এই ভিডিও টুইট করে সাকলাইন লেখেন, ‘সাবধানে থাকুন, ঘরে থাকুন আপনার ভালবাসার মানুষদের সঙ্গে আর এই ভিডিওটি উপভোগ করুন।’

পাকিস্তানের স্পিন কিংবদন্তি মেয়েকে ধন্যবাদ জানিয়েছেন তার নিউ লুকের জন্য। নতুন হেয়ারস্টাইল নিয়েও কথা বলেছেন। এ সময় তার সঙ্গেই ছিল মেকআপ আর্টিস্ট কন্যা। তবে বাবার এমন কথায় লজ্জা পেয়ে ‍মুখ ঢেকে রেখেছিল সে।

সাকলাইন বলেন, ‘আমরা সবাই কোয়ারেন্টাইনে রয়েছি। ঘরে থাকুন, সাবধানে থাকুন। সুন্দর দেখতে লাগুক এবং ভালবাসার মানুষদের সঙ্গে সময়টা উপভোগ করুন।’

এই ভিডিও অনেক প্রশংসা এবং ভালবাসা কুড়িয়েছে ভক্তদের কাছ থেকে। পাকিস্তানের ব্যাটসম্যান আহমেদ শেহজাদ টুইটে লিখেন, ‘তোমাকে চমৎকার দেখাচ্ছে সাকি ভাই। দারুণ।’

এক ভক্ত টুইটে লিখেন, ‘ঘৃণাকে পাত্তা দিও না, একজন বাবা হিসেবে তুমি খুব ভালো কাজ করেছ।’ আরেকজন লিখেন, ‘বাবাদের এমনই হতে হয়।’

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।