করোনার এই ভয়াবহতায় রুবেলের আবেগঘন স্ট্যাটাস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১১ এপ্রিল ২০২০

করোনা মহামারি পুরো বিশ্বকে গ্রাস করে ফেলেছে। উন্নত দেশগুলোও প্রাণঘাতী এই ভাইরাসের সঙ্গে লড়াইয়ে পেরে উঠছে না। বাংলাদেশে এখনও ভয়াবহ আকার ধারণ করেনি, তবে শঙ্কা তো আছেই।

প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। কখন কে আক্রান্ত হয়ে পড়েন, তার নিশ্চয়তা নেই। সচেতনতার সঙ্গে ভাগ্যের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে সবাইকে। দিন কাটছে সৃষ্টিকর্তার সাহায্যের আশায়।

করোনার এই মহামারি কখন কার ওপর এসে পড়ে বলা মুশকিল। ঘরে থেকেও নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। আর কাজের প্রয়োজনে সবারই টুকটাক বাইরে যেতে হচ্ছে। ছোট এই ভাইরাস ভেতরে ঢুকে পড়তে তো আর খুব বেশি সময়ের দরকার নেই।

চারদিকে মৃত্যুর মিছিল বাড়ছে। এমন অবস্থা দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছেন জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।

আবেগী স্ট্যাটাসে রুবেল লিখেছেন, ‘ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন। এই মৃত্যুর মিছিলে হয়তো আমিও চলে যেতে পারি।’

বিশ্বজুড়ে এই প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত জীবন দিয়েছেন ১ লাখের মতো মানুষ। আক্রান্ত ১৭ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশে সর্বশেষ ৪৮২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মারা গেছেন ৩০ জন।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।