এবার রেকর্ডগড়া সেই দুটি ব্যাট নিলামে তুলতে চান আশরাফুলও

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৫২ পিএম, ২১ এপ্রিল ২০২০
মাঝে দাঁড়ানো আশরাফুলের দুই পাশে শোভা পাচ্ছে রেকর্ডগড়া সেই দুটি ব্যাট। ছবি: জাগোনিউজ২৪.কম

মুশফিকুর রহীমের পর এবার করোনায় ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে নিজের দুটি ব্যাট নিলামে দিতে চান মোহাম্মদ আশরাফুলও। আজ নিজের ফেসবুক পেইজে এ ইচ্ছের কথা লিখেছেন আশরাফুল।

মঙ্গলবার রাতে জাগো নিউজের সাথে আলাপেও তার রেকর্ড গড়া একজোড়া ব্যাট নিলামে বিক্রির কথা জানিয়েছেন আশরাফুল।

সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি আর ২০০৫ সালে ন্যাটওয়েস্ট ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির ব্যাট দুটিকে নিলামে দিতে চান আশরাফুল।

সে কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার ওই দুটি স্মরণীয় সাফল্যের স্মরক ব্যাট দুটি নিলামে দিতে চাই। নিলামে পাওয়া সমুদয় অর্থ করোনা ক্ষতিগ্রস্থদের সহায়তায় ব্যায় করার ইচ্ছে আছে।’

তবে কবে এবং কিভাবে এই নিলাম করবেন? তা নিয়ে এখনো সংশয়ে আশরাফুল। এ সম্পর্কে তার কথা যেহেতু সব বন্ধ, তাই প্রকাশ্য নিলাম করাও তো সম্ভব না। এখন কিভাবে কি করবো? তা নিয়ে চিন্তায় আছি।’

তবে মুশফিকুর রহীম যেভাবে নিলাম করবেন, সেটাকে অনুসরণ করতে চান তিনি। আশরাফুল বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি, মুশফিকুর রহীমের ব্যাট ডিজিটাল নিলাম হবে। সেই ডিজিটাল নিলামের সাথে যারা সংশ্লিষ্ট, আমি তাদের সাথে যোগাযোগ করেছি। তাদের সাহায্য নিতে চাই আমিও। দেখি মুশফিকের ব্যাট যে প্রক্রিয়ায় নিলাম হবে, আমার ব্যাট দুটিও সেভাবেই নিলামে তোলা যায় কি না!’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।