করোনা : সাবেক ক্রিকেটারদের জন্য ৩৯ লাখ রুপির তহবিল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০২ মে ২০২০

করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছেন অনেক মানুষ। কাজকর্ম করতে না পারায় নিত্যদিনের খাবারও জুটছে না অনেকের ঘরে। এমতাবস্থায় অবস্থাসম্পন্ন মানুষেরা দাঁড়িয়েছেন সমাজের অসহায়দের পাশে। চেষ্টা করছেন যথাসাধ্য সাহায্য করতে।

কিন্তু অসহায় ক্রিকেটাররা নিজেদের আত্মসম্মানের কথা ভেবেও অনেক সময় বলতে পারেন না অভাবের কথা। তাদের পাশে দাঁড়ানোর জন্য তহবিল গঠন করেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুনিল গাভাস্কার এবং কপিল দেবরা।

ভারতের ক্রিকেটারদের জন্য গঠিত সংগঠন ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (আইসিএ)। এই অ্যাসোসিয়েশনের করোনা তহবিলেই প্রায় ৩৯ লাখ রুপির অনুদান সংগ্রহ করেছেন গাভাস্কার, কপিলরা। যা খরচ করা হবে প্রায় ৩০ জন সাবেক অসহায় ক্রিকেটারদের সাহায্যের জন্য।

অ্যাসোসিয়েশনের প্রধান অশোক মালহোত্রা বলেছেন, ‘সুনিল গাভাস্কার, কপিল দেব, গৌতম গম্ভীর, গুনডাপ্পা বিশ্বনাথের মতো বড় বড় তারকারা আমাদের উদ্যোগে সঙ্গী হয়েছেন। এছাড়া গুজরাটের একটি কর্পোরেট প্রতিষ্ঠানও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।’

গাভাস্কার, কপিল, গৌতমরা অনুদান সংগ্রহের পাশাপাশি নিজেরাও আর্থিক সহায়তা দিয়েছেন তহবিলে। এছাড়া চলতি সপ্তাহের শুরুতে মোহাম্মদ আজহারউদ্দিনও দান করেছেন এই তহবিলে।

আগামী ১৫ মে পর্যন্ত অনুদান সংগ্রহ করবে আইসিএ। এরপর প্রতিটি অঞ্চল (নর্থ, ইষ্ট, ওয়েস্ট, সাউথ ও সেন্ট্রাল) থেকে ৫-৬ জন ক্রিকেটারের তালিকা করে তাদের কাছে সাহায্য পৌঁছে দেয়া হবে।’

মালহোত্রা বলেছেন, ‘যেসব ক্রিকেটারদের কোন চাকরি নেই, ক্রিকেট বোর্ড বা নিজ নিজ রাজ্য অ্যাসোসিয়েশন থেকেও কোন পেনশন পান না, তাদের জন্য এই সাহায্য দেয়া হবে।’

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।