করোনার কারণে মত বদলেছেন ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ০৪ মে ২০২০

বয়স ৩৫ পেরিয়েছে। দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্বও ছেড়ে দিয়েছেন। ফাফ ডু প্লেসিস নিশ্চয়ই শেষের ডাক শুনছিলেন। মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন হয়তো সেভাবেই।

কিন্তু এক করোনা এসে সব কিছু বদলে গেছে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু প্লেসিস জানালেন, কোভিড-১৯ মহামারির কারণে ক্রিকেট খেলা হচ্ছে না। আইপিএলও স্থগিত হয়ে গেছে। তাই আন্তর্জাতিক ক্রিকেটটা চালিয়ে যেতে চান।

সোমবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে ডু প্লেসিস বলেন, ‘আমি এখনও প্রোটিয়াদের হয়ে খেলতে ভালোবাসি। আমি মনে করি এখনও দলে মূল্যবান অবদান রাখতে পারব।’

সাবেক প্রোটিয়া অধিনায়ক যোগ করেন, ‘আমি আসলেই তিন ফরমেটে খেলার বেশ উৎসাহ পাচ্ছি। ক্রিকেট থেকে বাইরে থাকার কারণে বুঝতে পারছি, ক্ষুধাটা এখনও আমার মধ্যে আছে। একজন খেলোয়াড়ের জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো, তুমি যা করছ তার প্রতি ভালোবাসা থাকা।’

নেতৃত্ব ছাড়লেও সেটা মিস করেন ডু প্লেসিস। তাহলে কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন? ডু প্লেসিস বলেন, ‘আমি নেতৃত্ব দিতে ভালোবাসি। আমার মধ্যে এটা একটা অংশ হয়ে গেছে। ১৩ বছর বয়স থেকে অধিনায়কত্ব করি। আমি এখনও খেলোয়াড়ের আগে নিজেকে অধিনায়ক ভাবি। আমি সেটা মিস করব। তবে আমার মনে হয়েছে, অন্যদের জায়গা করে দেয়ার সময় এটা। আমাদের সিস্টেমে এই জিনিসটার বড় অভাব।’

২০১৬ সালে এবি ডি ভিলিয়ার্সের কাছ থেকে অধিনায়কত্ব বুঝে নিয়েছিলেন ডু প্লেসিস। তার অধীনে ৩৬ টেস্ট খেলে ১৮টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।