বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। মার্চ-এপ্রিলে এই সিরিজে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে তারা।

সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে সফরের জন্য দল ঘোষণা করেছে অসিরা। অ্যালিসা হিলির নেতৃত্বে পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে খেলতে আসবে অস্ট্রেলিয়া।

এর আগে মাত্র একবার বাংলাদেশ সফরে এসেছিল অসি নারী দল, সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ বছর পর আবার বাংলাদেশের মাটিতে পা রাখবে হলুদ জার্সিধারীরা।

অস্ট্রেলিয়া দল
অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।