ম্যাচ চলাকালীন দেশে চলে গেলেন লঙ্কান ব্যাটার

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩০ পিএম, ০২ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম টেস্ট শেষ না করেই দেশে ফিরে গেলেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার দিনেশ চান্দিমাল। আজ ম্যাচের চতুর্থ দিনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে গেছেন তিনি।

ম্যাচের তৃতীয় দিনে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে আউট হয়ে গেছেন চান্দিমাল। এরপর আজ দেশে চলে যাওয়ায় তার বদলি হিসেবে অন্য কোনো ক্রিকেটারকে ফিল্ডিং করাবে লঙ্কানরা।

চান্দিমালের দেশে ফেরার বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিবৃতিতে বলেছে, ‘খেলোয়াড় অবিলম্বে দেশে ফিরে আসবে। শ্রীলঙ্কা ক্রিকেট, তার সতীর্থরা এবং কোচিং স্টাফরা প্রয়োজনে এই মুহূর্তে দিনেশ চান্দিমালকে সম্পূর্ণ সমর্থন করে এবং জনগণকে তার এবং তার পরিবারের গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ জানায়।’

জানা গেছে, পারিবারিক জরুরি প্রয়োজনে চট্টগ্রাম ছেড়েছেন চান্দিমাল।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।