তৃতীয় ম্যাচও পরিত্যক্ত

পাকিস্তান শাহিনসের কাছে সিরিজ হার বাংলাদেশ ‘এ’ দলের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ৩০ আগস্ট ২০২৪

রাওয়ালপিন্ডির আকাশ থেকে বর্ষিত হচ্ছিল ভারী বৃষ্টি। যে কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। বৃষ্টির কবল থেকেই রেহাই পায়নি বাংলাদেশ ‘এ’ দলের খেলাও।

অতিবৃষ্টির কারণে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনসের মধ্যকার তৃতীয় একদিনের ম্যাচটিও পরিত্যক্ত হয়ে গেছে। যে কারণে সিরিজও খুইয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ স্বাগতিকরা জিতে নিয়েছে ১-০ ব্যবধানে।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান শাহিনস। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার কারণে সমতায় ফেরার সুযোগ হারায় বাংলাদেশ। আজ শেষ ম্যাচটিও পরিত্যক্ত হওয়ায় সিরিজও ফসকে গেছে বাংলাদেশের হাত থেকে।

এর আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ। ওই দুটি ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। দুটি ম্যাচই হয়েছিল ড্র।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।