সাবিনাদের পারো এফসির উষ্ণ অভ্যার্থনা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৬ এপ্রিল ২০২৫

ভুটানের ঘরোয়া লিগে খেলতে বাংলাদেশের শীর্ষ স্থানীয় ৬ নারী ফুটবলার থিম্পু গেছেন আজ। এই ৬ ফুটবলারের মধ্যে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া খেলবেন ভুটানের ক্লাব পারো এফসিতে।

থিম্পুতে পৌঁছানোর পর পারো এফসির কর্মকর্তারা সাবিনাদের উষ্ণ অভ্যার্থনা জানিয়েছেন। বাংলাদেশের এই চার নারী ফুটবলারের ছবি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে পারো এফসি।

সেখানে তারা লিখেছে, ‘আমরা মহিলা জাতীয় লীগে খেলার জন্য ভুটানে চার প্রতিভাবান বাংলাদেশী ফুটবলারকে স্বাগত জানাতে পেরে আনন্দিত! সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা, এবং মনিকা চাকমা পারো এফসি মহিলাদের জন্য অভিজ্ঞতা এবং গুণমানের ভাণ্ডার নিয়ে এসেছেন। পারো এফসি নারী দল ২০২২ সালের চ্যাম্পিয়ন। দুই বছরের বিরতির পর আবার দলটি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে নামছি। আসুন তাদের উষ্ণ অভ্যর্থনা জানাই এবং এই মৌসুমে তাদের নিয়ে উল্লাস করার জন্য প্রস্তুত হই!’

বাংলাদেশ থেকে আরো দুই ফুটবলার ভুটানের লিগে অংশ নেবেন। তারা হলেন গোলরক্ষক রুপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীন। এই দুইজন খেলবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।