জেমিকে টপকে নতুন রেকর্ড ক্যাবরেরার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৭ মার্চ ২০২৫

বাংলাদেশের কোচ হিসেবে নতুন রেকর্ড করেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। গত মঙ্গলবার শিলংয়ে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হামজা চৌধুরীদের ডাগআউটে দাঁড়িয়ে এ রেকর্ড তিনি। ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের ডাগআউটে এই স্প্যানিশ কোচের ৩০তম ম্যাচ, যা এর আগে দায়িত্ব পালন করা যেকোনো কোচের চেয়ে বেশি।

এতদিন সবচেয়ে বেশি ম্যাচে বাংলাদেশের ডাগআউটে থাকার আগের রেকর্ড ছিল ইংলিশ কোচ জেমি ডে'র। জামাল ভূঁইয়াদের ২৯টি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন তিনি। জেমি ডে ২০১৮ সালের মে মাস থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন। হ্যাভিয়ের ক্যাবরা দায়িত্বে আছেন ২০২২ সালের ৮ জানুয়ারি থেকে।

জেমি ডে'র অধিনে বাংলাদেশ ২৯ ম্যাচ খেলে জিতেছিল ৯টি। ৫ ম্যাচ ড্র করে হেরেছিল ১৫ টিতে। ক্যাবরেরার ৩০ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৮টিতে। ৭টি ড্র করে হেরেছে ১৭টিতে। জয়ের হারে ক্যাবরেরার চেয়ে কিঞ্চিত এগিয়ে জেমি ডে।

জয়ে জেমি এগিয়ে থাকলেও দুই কোচের মধ্যে সাফল্যে এগিয়ে ক্যাবরেরা। জেমির অধীনে সেরা সাফল্য ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া আর ক্যাবরেরা সাফল্য ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলা।

জেমি ডে'র অবশ্য আরেকটি সাফল্য আছে। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ প্রথমবারের মতো গ্রুপপর্ব টপকে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল।

জেমি ডে ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন স্প্যানিশ অস্কার ব্রুজন ও পর্তুগিজ মারিও লেমোস। ব্রুজনের অধীনে ৪ ও লেমোসের অধীনে ৩ ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছিল বাংলাদেশ।

আরআই/এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।