বিশ্বকাপ বাছাই

নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়ার বড় জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৩ অক্টোবর ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্বে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস আর ক্রোয়েশিয়া। নেদারল্যান্ডস ফিনল্যান্ডকে হারিয়েছে ৪-০ গোলে, জিব্রাল্টার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে ক্রোয়েশিয়া।

দাপট দেখিয়ে খেলা ম্যাচের অষ্টম মিনিটেই ডনিয়েল মালেনের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভার্জিল ফন ডাইক।

৩৮ মিনিটে মেম্ফাই দেপাই পেনাল্টি থেকে গোল করলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা।

দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে তোলে ফিনল্যান্ড। তবে বড় জয় আটকাতে পারেনি। ৮৪ মিনিটে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন কোডি গাকপো।

এদিকে জিব্রাল্টার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন টনি ফ্রুক, লুকা সুচিক আর মার্টিন এরলিক।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।