টাইব্রেকারে বিশ্বকাপ থেকে বিদায় আর্জেন্টিনার, জিতল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৫ নভেম্বর ২০২৫

কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা, পরের রাউন্ডে উন্নীত হয়েছে ব্রাজিল। শুক্রবার রাতে অনুষ্ঠিত পৃথক ম্যাচে টাইব্রেকারে মেক্সিকোর কাছে হেরে যায় আর্জেন্টিনার তরুণ ফুটবলাররা। অন্যদিকে প্যারাগুয়েকে হারিয়ে দেয় ব্রাজিল।

কাতারের আর রাইয়ানে অনুষ্ঠিত নকআউট পর্বের ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয় আর্জেন্টিনা। তুমুল প্রতিদ্বন্দীতাপূর্ণ ম্যাচটিতে ২-২ গোলে ড্র করে দুই দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে পরের রাউন্ডের জন্য বিজয়ী নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করে মেক্সিকো।

টাইব্রেকারের লড়াইয়ে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে পরাজিত করে মেক্সিকো। টাইব্রেকারের শুরুতেই অর্থ্যাৎ প্রথম শটটিই মিস করেছিলেন আর্জেন্টিনার গাস্টন বউহিয়ের। অন্যদিকে মেক্সিকোর কেউই স্পট কিক মিস করেননি।

brazil

টাইব্রেকারের আগে নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ২-২ গোলে সমতা। ৯ম মিনিটে রামিরো তুলিয়ানের গোরে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪৬ মিনিটে সেই গোল পরিশোধ করে দেন মেক্সিকোর লুইস গাম্বোয়া। ৫৮তম মিনিটে তিনি করেন নিজের এবং দলের দ্বিতীয় গোল। ৮৭ মিনিটে ফার্নান্দো ক্লস্টারের গোরে সমতায় ফিরে ম্যাচকে টাইব্রেকারে নিলেও লাভ হয়নি আর্জেন্টিনার।

রাইয়ানে অনুষ্ঠিত অন্য ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এই ম্যাচটির নির্ধারিত সময় ছিল গোলশূন্য ড্র। যদিও ম্যাচের ৮ম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়েছিল ব্রাজিল। ওই সময় ভিক্টর হুগো লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন। এরপর টাইব্রেকারে প্যারাগুয়েকে ৫-৪ গোলে হারায় ব্রাজিল।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।