বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল বুধবার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন।
দুই বিভাগ মিলে প্রায় ১ লাখ ৩০ হাজার প্রাথমিক বিদ্যালয় নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়েছিল। বিশ্বে এটাই সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট। বুধবার ছেলেদের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার পেকুয়ার পূর্ব উজাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রাজশাহী বিভাগের পাবনার সাথিয়ার ভুলবাড়িয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়।
মেয়েদের বিভাগে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে খেলবে ঢাকা বিভাগের নান্দাইল পাঁচরুখি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খুলনা বিভাগের ঝিনাইদহের দোহারো সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ফাইনাল উপলক্ষ্যে মঙ্গলবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান এমপি এবং বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
আরআই/এমএমআর/আরআইপি