জার্মান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

এরই মধ্যে বুন্দেস লিগার শিরোপা নিজেদের করেছে নিয়ে বায়ার্ন মিউনিক। জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারেও। এবার বড় জয়ে জার্মান ডিএফবি কাপের ফাইনালেও উঠেছে দলটি। মঙ্গলবার মুলারের হ্যাটট্রিকের সঙ্গে লেভানডফস্কির জোড়া গোলে লেভারকুসেনের বিপক্ষে ৬-২ গোলের জয়ে পেয়েছে দলটি।

প্রতিপক্ষে মাঠে ম্যাচের শুরুতেই দলকে লিড এনে দেন লেভানডফস্কি। ম্যাচের তৃতীয় মিনিটে মুলারের হেড স্বাগতিক দলের গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে শট নেন জাভি মার্টিনেজ। শেষ সময়ে লেভার পায়ে লেগে বল জালে জড়ায়।

এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লেভানডফস্কি। ফ্রাঙ্ক রিবেরির ক্রসে বল জালে জড়ান পোল্যান্ডের এই ফরোয়ার্ড। তবে ম্যাচের ১৬ মিনিটে পাল্টা এক আক্রমণে এক গোল শোধ করেন বেন্ডার।

বিরতি থেকে ফিরে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন জার্মান তারকা মুলার। ম্যাচের ৫২ মিনিটে নিজের প্রথম গোল করেন মুলার। ম্যাচের ৬১ মিনিটে ব্যবধান বাড়ান থিয়াগো।

এরপর ৬৪ ও ৭৮ মিনিটে আর দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এইতারকা। মাঝে একটি গোল পরিশোধ করেন স্বাগতিক দলের বেইলি।

এদিকে আগামী ২৫ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে রায়ার্ন। তার আগে এ জয় তাদের মনোবল আরও বাড়িয়ে দেবে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।