বউভাগ্যে অস্ট্রেলিয়া ফিরতে পারছেন মোহামেডানের ওবি
ভাগ্যিস অস্ট্রেলিয়ায় বিয়ে করেছিলেন! তা নাহলে আরো কতদিন যে ঢাকায় আটকে থাকতে হতো মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড উগোচুকু ওবি মনেকেকে, তা কে জানেন? করোনাভাইরাসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বন্ধ হওয়ার পর ফিরে যাওয়ার প্রহর গুনছিলেন ওবি। অবশেষে তার কপাল খুলেছে। আজ (শুক্রবার) রাতে তিনি ঢাকা ছাড়ছেন অস্ট্রেলিয়াগামী একটি চার্টার্ড বিমানে।
ওবির স্ত্রী ও কন্যা থাকেন অস্ট্রেলিয়ায়। সেখানে বিয়ে করার পর রেসিডেন্স পারমিশনও নিয়েছেন। অস্ট্রেলিয়ান নাগরিক হিসেবেই তিনি এখন উঠবেন মেলবোর্নগামী বিমানে।
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ফুটবল দলের দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স জানিয়েছেন, ‘রাত ২টায় তার ফ্লাইট। এবার গেলে সে আর আসবে কিনা সেটা নির্ভর করছে লিগের ভাগ্যে কি আছে তার ওপর। তবে আগামী মৌসুমে সে মোহামেডানে খেলবে তা নিশ্চিত।’
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এ পর্যন্ত তিনটি গোল করেছেন এই নাইজেরিয়ান। এর মধ্যে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে যে ম্যাচে মোহামেডান ১-০ ব্যবধানে হারিয়েছিল, সে ম্যাচের একমাত্র গোলটিও তার। এছাড়া গোল করেছেন উত্তর বারিধারা ও আরামবাগ ক্রীড়া সংঘের বিরুদ্ধে।
৬ ম্যাচে মোহামেডানের চার জয়ের দুটিই এসেছে এই ওবির গোলে। লিগ বন্ধ হওয়ার আগে মোহামেডান ৬ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল।
আরআই/আইএইচএস/