ফিফার করোনা ফান্ডের সহায়তা কবে পাবেন ক্ষতিগ্রস্তরা?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১৯ জুলাই ২০২০

এক মাস হতে চলছে, ফিফা ঘোষণা দিয়েছিল তাদের ২১১টি সদস্য দেশকে ‘কোভিড-১৯ রিলিফ ফান্ড’ থেকে সহায়তা করবে। ফিফার এই করোনা ফান্ড থেকে বাংলাদেশের পাওয়ার কথা সাড়ে ৮ কোটি টাকা। তাও দুই কিস্তিতে। জুলাইয়ে দেয়ার কথা অর্ধেক, বাকিটা আগামী জানুয়ারিতে।

জুলাইয়ে অর্ধেক বরাদ্দ দিলে সোয়া ৪ কোটি টাকা জমা হওয়ার কথা বাফুফের তহবিলে। এরপর দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি সেই টাকা ক্ষতিগ্রস্ত ফুটবলার, প্রশিক্ষক, রেফারি, সংগঠক, ক্লাব ও ডিএফএসহ সংশ্লিষ্টদের প্রদান করবে।

তাহলে বাফুফে টাকা বিতরণ করছে না কেন? এ প্রশ্ন উঠছে। অনেকে প্রশ্ন তুলছেন, ফিফার করোনা ফান্ড থেকে পাওয়া অর্থ বাফুফে কোন খাতে খরচ করছে? ক্ষতিগ্রস্তদের কেন দেয়া হচ্ছে না?

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, ‘ফিফা সদস্য দেশগুলোর জন্য কোভিড-১৯ রিলিফ ফান্ড গঠন করেছে এবং সে ঘোষণা গত ২৫ জুন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে; কিন্তু এখন পর্যন্ত এ বরাদ্দের বিষয়ে তারা অফিসিয়ালি আমাদের কিছু জানায়নি। টাকা পাওয়া তো পরের কথা। ফিফা অর্থ বরাদ্দ না করা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘এটা নিয়ে কোনো ভুল ব্যাখ্যার সুযোগ নেই। ফিফার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পত্র এবং অর্থ প্রাপ্তির পর ফিফার সার্কুলার অনুযায়ী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ফুটবলার, প্রশিক্ষক, রেফারি, সংগঠক, ক্লাব ও ডিএফএসহ সংশ্লিষ্টদের সহায়তা করা হবে।’

আরআই/আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।