করোনামুক্ত হলেন জাতীয় দলের ফুটবলার রায়হান হাসান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৬ আগস্ট ২০২০

করোনা পজিটিভ ও নেগেটিভ- এই দুই ধরনের ফলাফলই ছিল জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া তিন ফুটবলার রায়হান হাসান, রিয়াদুল হাসান ও রাকিব হোসেনের। একই দিনে দুই প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করানোর পর নেগেটিভ-পজিটিভের দোলাচলে ছিলেন তারা।

নেগেটিভ-পজিটিভে থাকা তিন জনের মধ্যে রায়হান হাসান শনিবার আবার করোনা পরীক্ষা করালে এবার ফলাফল নেগেটিভ এসেছে। রোববার রায়হান নিজেই তার করোনা নেগেটিভ হওয়ার খবর জানিয়েছেন।

গত ৫, ৬ ও ৮ আগস্ট গাজীপুরের সারা রিসোর্টে জাতীয় দলের ক্যাম্পে ওঠা ফুটবলার ও কর্মকর্তাদের একই দিনে দুই প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা করিয়েছিল। কারণ, তার আগে ৩০ ফুটবলারের মধ্যে ১৮ জনের রেজাল্ট পজিটিভ এসেছিল।

দুই প্রতিষ্ঠানে ৭ জনের করোনা পজিটিভ আসে, তিনজনের দুই ধরনের রেজাল্ট। পজিটিভ হওয়া ৭ জনের মধ্যে দুই গোলরক্ষক শহিলদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা ও ফয়সাল আহমেদ ফহিম বাফুফের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

এএফসি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত করলে বাফুফেও ক্যাম্প বন্ধ করে দেয়। সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল জেমি ডে ও তার সহকারীদের। আপাতত তারা ঢাকায় আসছেন না।

আরআই/আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।