করোনাকে হারিয়ে দিলেন কাজী সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৪ ডিসেম্বর ২০২০
ছবি : সংগৃহীত

এক সপ্তাহের মধ্যেই করোনা ভাইরাস থেকে মুক্তি পেলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

গত সপ্তাহে সভাপতির করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল বাফুফে। বৃহস্পতিবার মধ্যরাতে এক বিবৃতিতে তারা জানিয়েছে, কাজী সালাউদ্দিনের কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে।

করোনা আক্রান্ত হলেও বাফুফে সভাপতির অবশ্য তেমন বড় কোনো উপসর্গ ছিল না। টেস্টে পজিটিভ আসার পর তিনি স্বেচ্ছা আইসোলেশনে ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ফুটবলে জনপ্রিয় মুখ কাজী সালাউদ্দিন গত ৩ অক্টোবরের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মত বাফুফের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তিনি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনেরও (সাফ) সভাপতি।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।