রিয়াল যেন করোনা হাসপাতাল, যোগ হলো আরও দুই তারকা ফুটবলারের নাম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ এএম, ২২ ডিসেম্বর ২০২১

একের পর করোনা আক্রান্তের খবরে বিপর্যস্ত রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি যেন করোনা হাসপাতালে পরিণত হয়েছে। আক্রান্তের তালিকায় নতুন করে যোগ হয়েছে আরও দুই তারকা ফুটবলারের নাম।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'রিয়াল মাদ্রিদ নিশ্চিত করছে, আমাদের দুই খেলোয়াড় ইসকো এবং ডেভিড আলাবা কোভিড-১৯ পজেটিভ হয়েছেন।'

স্প্যানিশ মিডফিল্ডার ইসকো সেই ২০১৩ সাল থেকে রিয়ালে খেলছেন। অন্যদিকে গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে বায়ার্ন মিউনিখ থেকে রিয়ালে নাম লেখান আলাবা।

গত সপ্তাহে রিয়াল বেশ কয়েকজন খেলোয়াড় এবং স্টাফের করোনা আক্রান্ত হওয়ার খবর জানায়। বুধবার লস ব্লাঙ্কোসদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ এবং ব্রাজিলিয়ান তারকা লেফটব্যাক মার্সেলো করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন।

বৃহস্পতিবার আক্রান্তের তালিকায় যোগ হয় স্প্যানিশ মিডফিল্ডার মার্কো আসেনসিও, ওয়েলস উইঙ্গার গ্যারেথ বেল, ইউক্রেন গোলরক্ষক এন্ড্রি লুনিন এবং ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোর নাম।

এর আগে দলটির সহকারী কোচ ডেভিড আনচেলত্তিরও করোনা ধরা পড়ে। সবমিলিয়ে ভীষণ অস্বস্তিতে দিন কাটছে রিয়ালের।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।