এগিয়ে গিয়েও পয়েন্ট হারালো মোহামেডান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২

মোহামেডান গোল করে; কিন্তু ধরে রাখতে পারে না। ইদানিং এই অপবাদটা বেশ করে লেগেছে সাদা-কালোদের গায়ে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেটা ভালোভাবেই প্রমাণ করে যাচ্ছে মোহামেডান। আগে গোল দিয়েও সব ম্যাচ জিততে পারছে না। তিন ম্যাচের দুটিতেই ঘটলো এমনটি।

লিগ শুরু করেছিল শেখ রাসেলের বিপক্ষে ম্যাচ দিয়ে। ব্লুজদের বিপক্ষে ২৩ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল। ৮৪ মিনিটে গোল খেয়ে জয় হাতছাড়া হয়েছে। দ্বিতীয় ম্যাচে এগিয়ে যাওয়া গোল ধরে রেখে জিতেছিল স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে। তৃতীয় ম্যাচ আবার পারলো না।

সোমবার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। ২৮ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল মোহামেডান। গোল ধরে রাখতে পারেনি। ৪৭ মিনিটে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। শেষ পর্যন্ত ওই ১-১ গোলেই ড্র।

মোহামেডানের জয়ের ধারাবাহিতা না থাকলেও দলের ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতের কিন্তু গোল করার ধারাবাহিকতা ঠিকই আছে। টানা তিন ম্যাচেই গোল করেছেন মালির এই ফরোয়ার্ড। বলতে গেলে মোহামেডানের পয়েন্ট আসছে এই ভিনদেশির কারণেই।

হার এড়িয়ে চট্টগ্রাম আবাহনী ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে। মোহামেডান সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে।

সোমবার মুন্সিগঞ্জে অনুষ্ঠিত উত্তর বারিধারা ও স্বাধীনতা ক্রীড়া সংঘের মধ্যেকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দুই ম্যাচ হারার পর প্রথম পয়েন্ট পেলো উত্তর বারিধারা। অন্য দিকে বসুন্ধরা কিংসকে হারিয়ে লিগ শুরু করা স্বাধীনতা ক্রীড়া সংঘ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে।

আরআই/আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।