চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫

টানা ৭ হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো চট্টগ্রাম আবাহনী। চলতি মৌসুমে অনিশ্চিতই ছিল চট্টলার দলটির অংশগ্রহণ। জোড়াতালি দিয়ে তৈরি করা দলটি প্রিমিয়ার লিগে হেরেই চলছিল। একটি জয়ের আশায় মাঠে গিয়ে প্রতিবারই হেরে ফিরেছে চট্টগ্রামের দলটি।

শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়ে চট্টগ্রাম আবাহনী পেয়েছে কাঙ্খিত সেই জয়। ১-০ গোলের জয়ে প্রথম পয়েন্ট ঢুকলো চট্টগ্রাম আবাহনীর শূন্য ঝুলিতে।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৯মিনিটের মাথায় চট্টগ্রাম আবাহনীর ফাহিম গোল করেন এবং বাকি সময় ওই গোল ধরে রেখে লিগে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে।

পুলিশ এফসির সময়টা ভালো যাচ্ছে না। সর্বশেষ পাঁচ ম্যাচে কোনো জয় নেই তাদের। চারটি হেরে একটি ড্র করেছে মাত্র। এবারের লিগের সবচেয়ে দুর্বল দল চট্টগ্রাম আবাহনীর কাছেও হারলো পুলিশ। ৮ ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম আবাহনীর অবস্থান সবার নিচে। ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পুলিশ এফসি।

দিনের অন্য ম্যাচে দুই নবাগত দলের লড়াইয়ে ইয়ংমেন্স ক্লাব ৪-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ইয়ংমেন্স টেবিলের অষ্টম স্থানে। ৪ পয়েন্ট পাওয়া ঢাকা ওয়ান্ডারার্সের অবস্থান ৯-এ।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।