ফেডারেশন কাপ

গ্রুপসেরা হয়ে কোয়ালিফিকেশন রাউন্ডে কিংস

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

শেষ ম্যাচের প্রতিপক্ষ ঢাকা ওয়ান্ডার্স থাকায় অনুমিতই ছিল সহজ জয়ে ফেডারেশন কাপ ফুটবলের পরের রাউন্ড অর্থাৎ কোয়ালিফিকেশনে উঠবে বসুন্ধরা কিংস। ঠিক তাই হয়েছে, ৫-০ গোলের বড় ব্যবধানে জিতে তারা গ্রুপসেরা হয়ে উঠেছে পরের রাউন্ডে।

মঙ্গলবার ‘এ’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দেয় কিংস। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সাথে গোলশূন্য ড্র করে ব্রাদার্স।

৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা বসুন্ধরা কিংস। ফর্টিসের সমান ৭ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপের রানার্সআপ হয়েছে ব্রাদার্স। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ফর্টিস, পুলিশ এফসি ও ওয়ান্ডারার্স।

৭ম মিনিটে ব্রাজিলিয়ান মিগুয়েলের গোলে এগিয়ে যায় কিংস। ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা।

দ্বিতীয়ার্ধের শুরুতে রাসেলের আত্মঘাতী গোলে ৩-০ তে পিছিয়ে পড়ে ওয়ান্ডারার্স। ৭০ মিনিটে জুনিয়র সোহেল রানার গোলে ব্যবধান আরো বাড়িয়ে নেয় কিংস। ৭৭ মিনিটে তপু বর্মনের গোলে বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় কিংসের।

আরআই/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।