১৬ কোটি মানুষের দোয়া রয়েছে টাইগারদের জন্য : মাশরাফির মা


প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৮ মার্চ ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যে উৎফুল্ল নড়াইলে বসবাসরত মাশরাফির পরিবার। বিশ্বজয়ে ছেলে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছে তাই বাবা গোলাম মোর্তজা স্বপন বসে থাকতে পারেননি। সরাসরি খেলা দেখতে অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে উড়াল দিয়েছেন তিনি। আর মা হামিদা মোর্তজা বলাকা বাড়িতে বসে কখনও টিভি সেটের সামনে আবার কখনও জায়নামাজের ওপরই কাটিয়ে দিচ্ছেন।

ছেলের সাফল্যে প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শুধু মাশরাফি কেন বাংলাদেশ দলের সবাই-ই তার সন্তানতুল্য। সবাই ভালো খেলছে এবং তাদের সবার জন্য দোয়া করছেন। তিনি বলেন, শুধু তিনি নন, ১৬ কোটি মানুষের দোয়া রয়েছে টাইগারদের জন্য। বাংলাদেশ দল ফাইনালে গিয়ে গর্জে উঠে কাপ নিয়ে আসবে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।