নীলফামারী মাদারীপুর সাতক্ষীরা ও ফেনীতে মিনি টার্ফ দিচ্ছে এএফসি


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২২ জানুয়ারি ২০১৭

‘মিনি পিচ স্কিম’ কর্মসূচির আওতায় বাংলাদেশকে ৪ টি মিনি ফুটবল টার্ফ দিচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ৪০ মিটার লম্বা ও ২০ মিটার প্রস্থ এ টার্ফ স্থাপনের জন্য বাফুফে প্রেরিত ৯ জেলা ও একটি সংগঠনের মধ্যে থেকে নীলফামারী, মাদারীপুর, সাতক্ষীরা ও ফেনী জেলাকে প্রাথমিকভাবে বাছাই করেছে এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থাটি।

টার্ফ স্থাপনকারী এএফসি নির্ধারিত ঠিকাদার প্রতিষ্ঠানের একটি প্রতিনিধি দল এখন বাংলাদেশে। রোববার তারা বাফুফে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। চার জেলা প্রাথমিকভাবে বাছাই করলেও তারা নির্ধারিত জায়গাগুলো পরিদর্শন করবেন। তাদের প্রতিবেদনের পর এএফসি টার্ফ স্থাপনের কাজ শুরু করার সবুজ সঙ্কেত দেবে।

এ টার্ফ স্থাপনের উপযুক্ত জায়গা নির্ধারণের জন্য বাফুফে চিঠি দিয়েছিল প্রত্যেকটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে। যে জেলাগুলো স্থান নির্ধারণ করে বাফুফের কাছে আবেদন করেছিল তার মধ্যে থেকে নীলফামারী, মাদারীপুর, সাতক্ষীরা, ফেনী, যশোর, গোপালগঞ্জ, পটুয়াখালী, কুমিল্লা, রাজবাড়ী ও ঢাকার সোনালী অতীত ক্লাবের নাম পাঠিয়েছিল এএফসিতে।

আরআই/এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।