কষ্টে জিতে সেমিতে আবাহনী


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

প্রথম কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। আবাহনী সমর্থকরা আরো ভালো কিছুর প্রত্যাশায় ছিল। কিন্তু মাগুরার আছাদুজ্জামান ফুটবল একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটি সেমিফাইনালে উঠেছে কষ্টে জিতে। শুক্রবার যশোরের আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমির বিপক্ষে ঢাকা আবাহনী লিমিটেড জিতেছে ১-০ গোলে।
 
গোলটি পেতে আবাহনীকে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে আবাহানীর গোল করেন ইমন। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
 
টুর্নামেন্টে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলছে বাংলাদেশ নৌবাহিনী এবং ঢাকার তিন ক্লাব মোহামেডান, আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র। শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে টাঙ্গাইল আরিয়ান স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ নৌ বাহিনী ফুটবল দল।

আরআই/এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।