আগৈলঝাড়ায় ২ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বরিশালের আগৈলঝাড়ায় ২ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া হাসপাতালের সাবেক ডাক্তার মিজানুর রহমানকে মারধরের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গৈলা গ্রামের মৃত হরেন রায়ের ছেলে ছাত্রলীগ কর্মী হরষিদকে বুধবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। একই দিন উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা আ.মান্নানকে মারধর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জবসেন গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী মনির পাইককে পুলিশ গ্রেফতার করেছে। দু`জনকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
এসএস/পিআর