ইউএস ওপেন থেকে ফেদেরারের বিদায়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

তিন ঘন্টা ৩৫ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই। তবু শেষ হাসিটা হাসতে পারলেন না রজার ফেদেরার। সুইস টেনিস কিংবদন্তিকে ইউএস ওপেন থেকে বিদায় করে দিলেন বিশ্বের ৫৫ নাম্বার অবাছাই জন মিলম্যান।

অথচ এবার ইউএস ওপেনের ষষ্ঠ শিরোপা জয়ের ফেবারিট ছিলেন ৩৭ বছর বয়সী ফেদেরার। লড়াইটাও হয়েছে জম্পেশ। তবে শেষপর্যন্ত অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় মিলম্যানের কাছে ৩-৬, ৭-৫, ৭-৬ (৯/৭), ৭-৬ (৭/৩) সেটে হার মানতে হলো ২০ বারের গ্র্যান্ডস্লামজয়ী সুইস তারকাকে।

এবারই প্রথমবারের মতো ইউএস ওপেনে সেরা পঞ্চাশ র্যাংকিংয়ের বাইরের কোনো খেলোয়াড়ের কাছে হারলেন ফেদেরার। তাকে হারানো মিলম্যান বুধবার কোয়ার্টার ফাইনালে খেলবেন দুইবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচের বিপক্ষে।

ইউএস ওপেনে ছেলেদের বিভাগে শেষ আটে নাম লেখানো একমাত্র অবাছাই খেলোয়াড় মিলম্যান। ২৯ বছর বয়সী এই টেনিস খেলোয়াড় এর আগে কখনও সেরা দশের কোনো টেনিস তারকাকে হারাতে পারেননি।

ইউএস ওপেনে র্যাংকিংয়ে ৫০-এর বাইরে থাকা খেলোয়াড়দের বিপক্ষে ৪১ ম্যাচে প্রথমবারের মতো হারের স্বাদ পেলেন ফেদেরার। এমন অপ্রত্যাশিত হারের জন্য অতিরিক্ত গরমকেই দায়ী করেছেন সুইস টেনিস কিংবদন্তি।

ম্যাচ শেষে হতাশ ফেদেরার বলেন, 'খুবই গরম ছিল। এমন একটি রাত ছিল যে আমি বাতাস পাচ্ছিলাম না। এই কন্ডিশনে আমি শুধু সংগ্রামই করলাম। আমার সঙ্গে এবারই প্রথম এমন কিছু হলো। ঘামছিলাম এবং শক্তি ক্ষয় হচ্ছিল। তবে ভালো লাগছে যে ম্যাচটা শেষ হয়েছে।'

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।