করোনা পরীক্ষায় ঝুঁকিমুক্ত এমবাপে
করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে বিশ্ব। প্রতিদিনই বাড়ছে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এমন পরিস্থিতিতে বিশ্বের ক্রীড়াঙ্গনেও নেয়া হচ্ছে বাড়তি সতর্কতা। অনেক বৈশ্বিক আয়োজন স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। পরীক্ষা করানো হচ্ছে অনেক ক্রীড়াবিদকেও।
যার সবশেষ উদাহরণ ফ্রান্সের তারকা ফুটবলার কাইলিয়ান এমবাপে। বিশ্বতারকাদের মধ্যে এমবাপেকেই প্রথমবারের মতো করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছিল। স্বস্তির খবর হলো, পরীক্ষার পর করোনায় ঝুঁকিমুক্তই প্রমাণিত হয়েছেন এমবাপে। অসুস্থতা থাকলেও, এর সঙ্গে করোনার সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে চিকিৎসকরা।
বুকের ব্যথার কারণে প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে রোববার ও সোমবার অনুশীলন করতে পারেননি এমবাপে। পরে মঙ্গলবার সকালে দলের কোচ টমাস টুখেল নিশ্চিত করেছিলেন যে, অসুস্থতাজনিত কারণে করোনাভাইরাসের পরীক্ষা করানো হয়েছে তার দলের অন্যতম সেরা তারকাকে।
সে পরীক্ষার রিপোর্টও পাওয়া গিয়েছে অল্প সময়ের মধ্যেই। যেখানে করোনাভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি এমবাপের মধ্যে। তাই তাকে বুধবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলারও ছাড়পত্র দেয়া হয়েছে। তবে অসুস্থতার কারণে যেহেতু অনুশীলন করেননি, তাই এমবাপেকে খেলানোর ব্যাপারে ম্যাচের আগে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন পিএসজি কোচ।
উল্লেখ্য, ইউরোপিয়ান ফুটবলের অনেক টুর্নামেন্ট স্থগিত করা হলেও, যথাসময়েই মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগের খেলা। গ্যালারি দর্শকশূন্য রেখে রুদ্ধদার অবস্থায় হচ্ছে খেলাগুলো। যেখানে আজ রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজির মাঠে খেলতে নামবে বরুশিয়া ডর্টমুন্ড।
এসএএস/এমকেএইচ