করোনাভাইরাস : স্থগিত হলো বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১২ মার্চ ২০২০

শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষের’ ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতার সবচেয়ে বড় আসর ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’।

আগামী ১ থেকে ১০ এপ্রিল ৩১ ডিসিপ্লিন নিয়ে হওয়ার কথা ছিল গেমসের নবম আসর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বৃহস্পতিবার) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপিকে গেমস স্থগিত করতে বলেছেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, অনেক খেলাই তো স্থগিত করতে হচ্ছে। বাংলাদেশ গেমসে তো অনেক লোকসমাগম হবে। তাই এ সময়ে না করে পরে করলেই ভালো হবে। বিওএ এখন বসে সিদ্ধান্ত নেবে, আবার কবে নাগাদ গেমস করা যায়।’

দেশে করোনাভাইরাস রোগী সনাক্ত হওয়ার পর মঙ্গলবার গেমসের সাংগঠনিক কমিটির সভায় আলোচনা হয়েছিল- এ অবস্থায় গেমস করা যাবে কি না সে সিদ্ধান্ত হবে প্রধানমন্ত্রীর মতামত নিয়ে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তখন গেমস নিয়ে এ নির্দেশনা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গেমসের প্রধান পৃষ্ঠপোষক। ১ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর গেমস উদ্বোধন করার কথা ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা স্টেডিয়াম প্রস্তুতির কাজ শুরুও করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার বিকেলে গেমস স্থগিতের খবর এলে বন্ধ হয়ে যায় প্রস্তুতির সব কাজ।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।