করোনায় ক্ষতিগ্রস্থ খেলোয়াড়দের পাশে রাগবি ফেডারেশন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৪ মে ২০২০

করোনা মহামারির কারণে খেলা এবং আয় উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থের তালিকায় আছে অনেক রাগবি খেলোয়াড়। এসব অসহায় খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)।

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন খেলোয়াড় অসহায় হয়ে পড়া খেলোয়াড় কোচ ও দরিদ্র মানুষকে খাদ্যসামগ্রী প্রদান করে সহায়তার হাত বাড়িয়েছে। কাউকে নগদ অর্থ কাউকে খাদ্যসামগ্রী প্রদান করে দুঃস্থদের পাশে থাকছে এই ফেডারেশন।

এই পযর্ন্ত বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) দুস্থ ক্রীড়াবিদদের আর্থিক সহযোগিতা প্রদানের পাশপাশি ৭২২ অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছে। রাগবি সংগঠক, কোচরা ও নিজস্ব উদ্যোগে বিভিন্ন জেলায় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এভাবে সকল ফেডারেশনকে তাদের দুঃস্থ ক্রীড়াবিদদের সাহয্য-সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সাধারণ সম্পাদক মৌসুম আলী।

আরআই/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।