তৃতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে শেষ ষোলোয় ফেদেরার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৪ জুলাই ২০২১

টেনিসের বিশ্বকাপখ্যাত উইম্বলডনে নবম শিরোপার খোঁজে সহজেই আরও এক বাধা পার করলেন সুইজারল্যান্ডের তারকা খেলোয়াড় রজার ফেদেরার। ব্রিটিশ তারকা ক্যামেরন নরিকে ৩-১ সেটে হারিয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছেন ফেদেরার।

শনিবার রাতে সেন্টার কোর্টে হওয়া ম্যাচটিতে প্রথম দুই সেট ৬-৪, ৬-৪ গেমে জেতেন এ অভিজ্ঞ তারকা খেলোয়াড়। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান নরি, জিতে নেন ৭-৫ গেমে।

নরিকে আর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দেননি ফেদেরার। চতুর্থ সেটে আবারও জিতে ১৮তম বারের মতো উইম্বলডনের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেন তিনি।

টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে শেষ ষোলোয় নাম লেখালেন ৩৯ বছর ১১ মাস বয়সী ফেদেরার। তার আগে ১৯৬৯ সালে ৪১ বছর বয়সী পানচো গনজালেজ এবং ১৯৭৫ সালে ৪০ বছর বয়সী কেন রজওয়াল এ কীর্তি গড়েন।

সোমবার রাত বাংলাদেশ সময় পৌনে ১০টায় ইতালির লরেন্সো সোনেগোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলবেন ফেদেরার।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।