ছয় বলে ছয়জনকে বোল্ড করলো যে বিস্ময় বালক!


প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

পুরো ক্রিকেটজুড়ে এখন চলছে রেকর্ড ভাঙা আর নতুন রেকর্ড গড়ার প্রতিযোগিতা। আজ একজন রেকর্ড গড়ছেন তো কাল এসে নতুন করে রেকর্ড গড়ছেন। ব্যাট বলের খেলা ক্রিকেট, ২২ গজের পিচে প্রত্যেক বলেই থাকে টানটান উত্তেজনা। ব্যাটসম্যানের ব্যাট থেকে এক ওভারে ছয় ছয়টি ছয়ের মার কিংবা বোলারের হ্যাট্রিক, ক্রিকেটে স্বাভাবিক ঘটনাই বলা চলে।

কিন্তু এক ওভারে ছয়টি উইকেট শিকার! কয়জন বোলার দেখিয়েছেন এমন কীর্তি? কিন্তু এমনই এক কীর্তি গড়ে পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের মাত্র আট বছরের এক কিশোর। তাও আবার ছয়জনই হয়েছেন বোল্ড আউট।

ক্রিকেটে এমন বিরল ঘটনার জন্ম দেয়া ওই ক্ষুদে বোলারের নাম লুক মার্শ। নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘নিউজিল্যান্ড হেরাল্ড’ এক প্রতিবেদনে তার এ কীর্তির কথা তুলে ধরেছে। ডানেডিনের এ শিশু গত শুক্রবার মন্টেসিল্লোতে স্থানীয় কাইকোরাই এবং টাইয়েরির ম্যাচে এ কীর্তি গড়ে।

ম্যাচের পরদিন শনিবার ছিল শিশুটির নবম জন্মবার্ষিকী। আর দিনটি উদযাপনের জন্য ম্যাচের আগে তার বাবা টনি একটি শর্ত বেঁধে দিয়েছিলেন। শুক্রবারের ম্যাচে লুক মার্শ তিন উইকেট পেলেই জন্মদিন উদযাপন করা হবে।

মাঠে নেমেই কাইকোরাই দলের এই শিশু আট উইকেট সংগ্রহ করে মাত্র দুই ওভারে। ব্রুকবেলি স্কুলের এ শিক্ষার্থী এমন কীর্তি গড়ার পর নিজের রহস্য সম্পর্ক জানালেন, বলকে উইকেটে সঠিক লাইনে ঘুরানোর দিকেই তার মনোযোগ থাকে।

তিন বছর ধরে ক্রিকেট খেলা এ শিশু বর্তমানে গ্রেড থ্রিতে খেলছে। এক ওভারে ছয় উইকেট নিয়ে শোরগোল ফেলে দেয়া এ ডানহাতি এ পেসারকে দলে নিতে ডুনেডিনের একটি দলেও ডাকা হয়েছে প্রাথমিক বাছাইয়ের জন্য।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।