মীর কাসেম আলীর আপিলে যুক্তিতর্ক উপস্থাপন চলছে


প্রকাশিত: ০৭:১৩ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীকে দেয়া মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আনা আপিল মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষে এ মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ ফজলুর রহমান।

এদিকে, মীর কাসেম আলীর আপিল মামলার শুনানি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট বিভাগ থেকে সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সোমবার আপিল বিভাগে মামলাটির তৃতীয় দিনের শুনানি শুরু হলে এ ঘোষণা দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। গত বছরের ১০ ডিসেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী অবসরে যান। গত ৯ ফেব্রুয়ারি থেকে মীর কাসেমের আপিল মামলাটির শুনানি শুরু হয়।

আজ আসামি পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তি-তর্ক উপস্থাপন করেন মীর কাসেমের আইনজীবী এস এম শাহজাহান। আসামিপক্ষে উপস্থিত আছেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার তানভির আহমেদ আল আমিন, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম, ব্যারিস্টার জাকের আহমেদ চৌধুরী প্রমুখ। অপরদিকে, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

মীর কাসেম আলীর আপিল শুনানিতে যুক্তি উপস্থাপন শুরু হয়েছে গত ৯ ফেব্রুয়ারি। শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওই দিন সাক্ষীদের জবানবন্দী ও জেরার অংশ পড়ে শেষ করার পর যুক্তি উপস্থান শুরু করেন মীর কাসেম আলীর আইনজীবী এসএম শাহজাহান। প্রথম দিন একটি অভিযোগের বিরুদ্ধে  যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। এরপর আরেকটি অভিযোগের বিরুদ্ধে  যুক্তি পেশ শুরু করেন তিনি।

পরে মামলার শুনানি সোমবার পর্যন্ত মুলতবী করেন আদালত। ওই দিন সকালে মামলার কার্যক্রম শুরুতে সাক্ষীদের জবানবন্দী ও জেরা পড়ে শেষ করেন  মীর কাসেম আলীর পক্ষে নিযুক্ত আইনজীবী হাইকোর্টের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং এসএম শাহজাহান।
 
মীর কাসেম আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ১৪টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ১০টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেয়া হয়েছে। দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মীর কাসেম আলীকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেন ২০১৪ সালের ২ নভেম্বর । ২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীকে গ্রেফতার করা হয়।

গত ৬ জানুয়ারি জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আনা আপিলের রায় ঘোষণা করা হয়েছে। এ মামলা এখন পূর্নাঙ্গ রায়ের অপেক্ষায় রয়েছে। এটি আপিলের ষষ্ঠ রায়।  

এফএইচ/এমজেড/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।