অনিন্দ্য আসিফের শাদা অথবা শূন্য


প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলায় এসেছে অনিন্দ্য আসিফের প্রথম গল্পগ্রন্থ ‘শাদা অথবা শূন্য’। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশনী। এটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের ২৬৮ নম্বর স্টলে।

বইটি সম্পর্কে লেখক অনিন্দ্য আসিফ বলেন, ‘গল্প যখন চলমান জীবনের প্রতিচ্ছবি হয় তখন না-প্রেম, না-যৌনতাকে গল্পে প্রশ্রয় দেই না। কিন্তু সমাজ, সংস্কৃতি, রাষ্ট্র ও রাজনীতিকেও সাবলীলভাবে টেনে আনি গল্পের দিকে। তখন গল্প হয় নানামাত্রিক।’

তিনি বলেন, ‘২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত সময়ে লেখা গল্পগুলো থেকে ১০টি গল্প সন্নিবেশিত হয়েছে এই গ্রন্থে। ‘শাদা অথবা শূন্য’র ভেতরে থেকে প্লট ও ভাষা বৈচিত্র্যে গল্পগুলোকে ক্রমবাচকে আলাদা বৈশিষ্ট্যে রূপদানের চেষ্টা করা হয়েছে।’

পাঠকদের উদ্দেশ্যে লেখক বলেন, ‘নানাপ্রকার সত্যের ভেতরে থাকা পাঠকগণ গল্প, গল্পে ব্যবহৃত শব্দ-বাক্যবিন্যাস নিয়ে নিজেদের রুচি-অরুচি ধরে রাখবেন। এই স্বাধীনতা একান্তই পাঠকের।’

‘শাদা অথবা শূন্য’ গ্রন্থে আশুদা’র খোঁজে, শাদা অথবা শূন্য, রেখাপাত, টান, পাখি ও ডানার গল্প, রক্তবমি, উড়ুক্কু, কসাই ও ষাঁড় বৃত্তান্ত, দৌড় এবং বাদল ও একটি মাজার শিরোনামে ১০টি গল্প স্থান পেয়েছে।

এসইউ/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।