বান্দরবানে চিটাগাং চেম্বারের শীতবস্ত্র বিতরণ


প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

বান্দরবানে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চিটাগাং চেম্বার নেতৃবৃন্দ। বান্দরবান ও চিটাগাং চেম্বার যৌথভাবে আয়োজন করে শীতবস্ত্র বিতরণের।

মঙ্গলবার সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে শীতবস্ত্র বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সার্ক চেম্বারের সহ-সভাপতি মাহবুবুল আলম।

বান্দরবন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বান্দরবন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিটাগাং চেম্বার পরিচালকবৃন্দ এম. এ. মোতালেব, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) ও মো. জাহেদুল হক, বান্দরবান চেম্বারের পরিচালক অমল কান্তি দাশ, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি শফিকুর রহমান, ওম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লাল সানী লুসাই, রাবার মালিক সমিতির সভাপতি এ.কে.এম. জাহাঙ্গীর, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি শফিকুর রহমান এবং প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।

জীবন মুছা/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।