নরসিংদীতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ


প্রকাশিত: ১০:৩৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

নরসিংদীতে জেলা স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে সমাবেশ করেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে যুদ্ধাপরাধী ১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তার বিচার, পাকিস্তানের কাছে পাওনা আদায় ফেরত, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিরোধে আইন প্রণয়ন এবং যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলাম নিষিদ্ধ ঘোষণার দাবি জানান বক্তারা।

জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রেজাউল করিম বাসেত, মো. নুরুল ইসলাম. শফিকুল হক ভূঁইয়া ও রফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (ছোট)।

সঞ্জিত সাহা/এফএ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।