চৌগাছায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার


প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী (২০) ধর্ষণের শিকার হয়েছে বলে পরিবারের অভিযোগ। বুধবার বিকেলে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ভিকটিম চৌগাছা উপজেলার ছোটকাকুড়িয়া গ্রামের বাসিন্দা।

ভিকটিমের বাবা জানিয়েছেন, তার বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে মঙ্গলবার সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছিল না। বুধবার ভোরে কে বা কারা তাকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের কমলাপুর মোড়ে রেখে যায়। এরপর পুলিশে খবর দেয়া হয়। পরে চৌগাছা থানার এসআই মোমিনুর রহমান বাড়িতে এসে মেয়েটিকে থানায় নিয়ে যায়।

চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শ (এসআই) মোমিনুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে মেয়েটি তাদের বাড়ি থেকে থানায় আনা হয়। এরপর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখনও কেউ আটক হয়নি।

মিলন রহমান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।