পাকিস্তানের ৪০ শতাংশ বয়স্ক নাগরিক অশিক্ষিত


প্রকাশিত: ১০:৩০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তানের ৪০ শতাংশ বয়স্ক নাগরিক অশিক্ষিত। এছাড়া দেশটিতে অশিক্ষিত মোট জনসংখ্যার পরিমাণ পাঁচ কোটি ৫৭ লাখ। বুধবার পাকিস্তানের জাতীয় মানব উন্নয়ন কমিশনের (এনসিএইচডি) এক বৈঠকে কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বক্তারা বলেন, পাকিস্তানে এই মূহুর্তে মোট জনসংখ্যার ৪০ শতাংশ বয়স্ক নাগরিক অশিক্ষিত। যা দেশের জন্য বেশ উদ্বেগজনক। এনসিএইচডির ওই বৈঠকে ২০২৫ সালের মধ্যে দেশে শিক্ষার হার ৯০ শতাংশে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে গিলজিত-বালতিস্টান, জম্মু-কাশ্মীর, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো এবং জাইকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এনসিএইচডি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সমন্বিতভাবে স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া, বয়স্ক শিক্ষার হার বাড়ানো, স্কুলে শিক্ষার্থী ভর্তির পরিমাণ বৃদ্ধির বিষয়ে যৌথভাবে পরিকল্পনা নির্ধারণ করেছেন।

এনসিএইচডির চেয়ারম্যান রাজিনা আলম খান ২০২৫ সালের মধ্যে স্বাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করতে সবার সহযোগিতা চেয়েছেন। এ লক্ষ্যমাত্রা অর্জনে দেশের প্রত্যন্ত ও অনুন্নত এলাকায় ১২ হাজার স্বাক্ষরতা কেন্দ্র স্থাপন করা হবে বলে তিনি জানিয়েছেন।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।