সূচক বাড়লেও কমেছে লেনদেন


প্রকাশিত: ১১:৫২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে শেষ পর্যন্ত অব্যাহত ছিল। তবে দিনশেষে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে দরপতন হয়েছে  লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা কম। বুধবার লেনদেন হয়েছিল ৪৭১ কোটি টাকা।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত আছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬০৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৮৭টির, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত আছে ৩৩টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এসআই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।