ভূমির সহকারী কমিশনার শূন্য পদগুলোতে নিয়োগের সুপারিশ
দেশের সকল উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) শূন্য পদগুলো জরুরি ভিত্তিতে পূরণের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে মোটিভেশনালসহ গুরুত্বপূর্ণ পদে পদায়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্যও সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১৩ম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে জানানো হয়, সরকারি কর্মকর্তাদের বার্ষিক কর্মমূল্যায়ন পদ্ধতিকে আরো বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে বর্তমানে প্রচলিত Annual Confidential Report (ACR) এর স্থলে Annual Performance Report (APR) প্রচলনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরীক্ষা মূলকভাবে জুলাই ২০১৫ হতে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত ৬ মাসের জন্য চালু করা হয়েছে।
কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এ.বি.এম ফজলে করিম চৌধুরী, মো. আব্দুর রহমান, সুকুমার রঞ্জন ঘোষ, মুস্তফা লুৎফুল্লাহ এবং বেগম খোরশেদ আরা হক অংশ নেন।
এইচএস/আরএস/পিআর