না.গঞ্জে শিশুর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ শহরের চর সৈয়দপুর কড়ইতলী থেকে নিখোঁজের দুই ঘণ্টা পর স্কুলছাত্র প্রণব বসুর (৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ৫টার দিকে সদর উপজেলার সৈয়দপুর এলাকার একটি মাঠের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সে সৈয়দপুর ফকিরবাড়ি এলাকার মোতালেব মিয়ার বাড়ির ভাড়াটিয়া রামু বসুর ছেলে। রামু বসু এলাকার রামু মিষ্টান্ন ভান্ডারের এর মালিক।
রামু বাসু জানান, প্রণব বাসু জয় গোবিন্দ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। দুপুর ৩টার দিকে বাসা থেকে বের হয়ে বাড়ির পাশের একটি মাঠে খেলতে যায় প্রণব। এরপর সে আর বাড়ি ফিরে না আসেনি। বিকেল ৫টায় সৈয়দপুর এলাকার তহসিল অফিসের পাশের একটি অন্ধকারচ্ছন্ন স্থান থেকে প্রণব বসুর মরদেহ দেখে আশেপাশের লোকজন চিৎকার করে। প্রণব বসুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, প্রণবের মুখে আঘাতের দাগ রয়েছে। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না।
শাহাদাত হোসেন/এআরএ/এমএস