বাগেরহাটে কাউন্সিলরের ভাইয়ের মরদেহ উদ্ধার
বাগেরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম শিপনের মেজভাই আবুল কাশেম মাখনের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি এলাকায় সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে।
নিহত আবুল কাসেম (৫০) বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের মৃত শেখ ওহিদুল নবীর ছেলে। তিনি কচুয়া উপজেলার গ্রামের বাড়িতে থেকে কৃষিকাজ পরিচালনা করতেন।
নিহতের পরিবার জানান, তিনি বাগেরহাট শহরের বিশিষ্ট ব্যবসায়ী সুমন হায়দারের ধোপাখালী এলাকায় চিংড়ি ঘের পার্টনার হিসেবে কাজ করতেন। তিন দিন আগে আবুল কাসেম গ্রামের বাড়ি ধোপাখালী থেকে ঢাকাতে যাওয়ার কথা বলে বের হয়। শুক্রবার রাত থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে পার্শ্ববর্তী চিতলমারী উপজেলার পিগুড়ি এলাকা থেকে তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। তাকে কেউ হত্যা করেছে না অন্য কোন দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে সে বিষয়ে নিহতের পরিবার কিছু জানাতে পারেনি।
চিতলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, এলাবাসীর খবরের ভিত্তিতে শনিবার সকালে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশ থেকে আবুল কাশেমের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও রাস্তায় রক্তের দাগ দেখে ধারণা করা হচ্ছে সে সড়ক দুর্ঘটনায় মারা যেতে পারে। তবে সঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য ময়নাতদন্তের উপর নির্ভর করতে হবে।
শওকত আলী বাবু/এসএস/এবিএস