সাতক্ষীরায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক


প্রকাশিত: ০৬:১৩ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে যৌতুকের দাবিতে ফেরদৌসি মিরা (২২) নামে এক গৃহবধূকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার সকালে সরসকাটি গ্রামের নিজ বাড়ি থেকে স্বামী জামালউদ্দীনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা বলেন, স্বামীর পরকীয়া নিয়ে দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছিল। যা প্রকাশ্যে রূপ নেয়। এছাড়া যৌতুকের দাবিতে ফেরদৌসিকে প্রায়ই মারধর করতো শ্বশুর আবুল কালাম। এসব সইতে না পেরে বাবার বাড়িতে চলে যায় মিরা। রোববার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় মিরা শ্বশুর বাড়িতে ফিরে আসে।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে গৃহবধূ মিরার মরদেহ বাড়ির পার্শ্ববর্তী একটি কুলগাছ থেকে ঝুলন্ত অবস্থায় সোমবার সকালে উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোববার রাতে যে কোন এক সময়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না। তবে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী জামালউদ্দীনকে আটক করা হয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।