শাবিতে নৈতিকতা ও দায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮ বিভাগের শিক্ষকদের নিয়ে দিনব্যাপি ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়িত্ব, কর্তব্য ও নৈতকতা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্সিটিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের নিচতলায় আইকিউএসি’র সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় কর্মশালাটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া। আইকিউএসির সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সঞ্চালনায় এবং পরিচালক অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে রিসোর্চ পারসন হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাবিবুল আহসান এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আখতারুল ইসলাম।
উদ্বোধনের সময় উপাচার্য বলেন, শিক্ষকদের পাঠদানের জন্য যথার্থ জ্ঞান ও নিজস্ব পদ্ধতি থাকা গুরুত্বপূর্ণ। ভালো শিক্ষকরা পাঠদানের পূর্বে পাঠদান বিষয়ে অধিক সময় ব্যয় করে। এখানেই একজন শিক্ষককের নৈতিকতা এবং দায়িত্বশীলতা পরিচয় পাওয়া যায়।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে ধুমপানমুক্ত রাখতে হবে। আজকাল ক্লাস রুমেও বিভিন্ন সিগারেটের মোড়ক পাওয়া যায় যা অত্যন্ত দুঃখজনক। প্রত্যেক শিক্ষকের এ বিষয়টি খেয়াল করা গুরুত্বপূর্ণ।
দুইটি টেকনিক্যাল সেশনের মাধ্যমে কর্মশালাটি শেষ হয়। প্রথম সেশনে রিসোর্চ পারসনরা আলোচনা করেন এবং সমাপনী সেশনে সবার অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আব্দুল্লাহ আল মনসুর/এসএস/পিআর