নওগাঁয় ট্রলি উল্টে চালকের মৃত্যু
নওগাঁর মান্দায় ট্রলি উল্টে চালক বকুল হোসেন (২২) নিহত হয়েছেন। এসময় আরো একজন আহত হন। মঙ্গলবার বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুকুল হোসেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার শালবাড়ি গামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ট্রলিযোগে আলুর বস্তা নিয়ে রাজশাহীর কেশরহাট এলাকার এক কোল্ড স্টোরে যাচ্ছিলেন বকুল। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফতেপুর এলাকায় ট্রলিটি পৌঁছালে একই দিক থেকে আসা একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে চালক বকুল হোসেন ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় ইজিবাইকের ওপর থাকা যাত্রী বাহার আলী (৬০) আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আব্বাস আলী/এআরএ/এবিএস