একমির আইপিও বুক বিল্ডিংয়ের মাধ্যমে অনুমোদন


প্রকাশিত: ০২:০২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

দ্য একমি ল্যাবরেটরিজের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে ইস্যু করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ৫৬৭তম কমিশন সভায় কোম্পাটির আইপিও অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, ৫ কোটি সাধারণ শেয়ারের ৫০ শতাংশ বা আড়াই কোটি শেয়ার যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, ১০ শতাংশ বা ৫০ লাখ শেয়ার মিউচুয়াল ফান্ডের জন্য, যার প্রতিটি কাট-অফ মূল্যে অর্থাৎ ৮৫ টাকা ২০ পয়সায় (৭৫ টাকা প্রিমিয়ামসহ) সংরক্ষিত। বাকি ৪০ শতাংশ বা ২ কোটি শেয়ার সাধারণ বিনিয়োগকারী, ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারী এবং নন রেসিডেন্ট বাংলাদেশিদের (এনআরবি) জন্য, যা প্রতিটি শেয়ারে কাট-অফ মূল্যের ১০ শতাংশ হ্রাসকৃত মূল্যে ৭৭ টাকায় ইস্যুর জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য,কাট অফ মূল্য নির্ধারণের বিডিং এ নির্দিষ্ট শেয়ার সংখ্যা ৩ দশমিক ৯০ গুণ শেয়ারের আবেদন পড়ে ৮৫ টাকা ২০ পয়সা মূল্যে।

এই আইপিওর মাধ্যমে কোম্পানিটি ৪০৯ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করে ৩টি নতুন প্রকল্প বাস্তবায়ন এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির বিগত ৫ বছরের নিরীক্ষিত বিররণী অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ০৭ পয়সা এবং ৩০ জুন সমাপ্ত বছরের হিসাব অনুযায়ী ইপিএস হয়েছে ৫ টাকা ৭০ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭০ টাকা ৩৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং রেজিস্টার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে প্রাইম ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এসআই/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।