তৃতীয় দিনে আমরণ অনশনে শিক্ষকরা
এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন কর্মসূচি তৃতীয় দিন অতিবাহিত করছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্টপদে নিয়োগপ্রাপ্ত নন এমপিও বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের মতো এ অনশন কর্মসূচি পালন করছেন তারা।
সংগঠনের সভাপতি প্রদীপ চন্দ্র রায় জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা এ কর্মসূচি চালিয়ে যাবেন।
সৃষ্টপদের অসহায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে শিক্ষকরা বলেন, আমরা বৈধভাবে নিয়োগ পেয়েও ২০১১ সালের ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রের জন্য ৫ বছর ধরে এমপিওভুক্ত হতে পারছি না। সরকার বিভিন্ন সময় আশ্বাস দিলেও আজ পর্যন্ত যথাযত কোনো ব্যবস্থা নেয়নি। এ জন্য প্রায় ১৫ হাজার শিক্ষক মানবেতর জীবন অতিবাহিত করছেন।
আমরণ অনশনে সংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর, প্রচার সম্পাদক এনামুল হকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এএস/আরএস/পিআর